ইউটিউব ভিউ বাড়ান

#1 Social Media Exchange Platform System in Bangladesh

কম্পিউটার শিক্ষা

&  কম্পিউটার কে আবিস্কার করেন?
কম্পিউটার উদ্ভাবনের কৃতিত্ত্ব কোন একক ব্যক্তির নয়। যুগ যুগ ধরে বিভিন্ন দেশের অজস্র বিজ্ঞানী ও উদ্ভাবকের সম্মিলিত প্রচেষ্টার ফসল কম্পিউটার। এ প্রচেষ্টায় ইংল্যান্ডের গণিতিবিদ চার্লস ব্যবেজ গুরম্নত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তাঁকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়। সে সময় তাঁকে একজন খামখেয়ালি ও ব্যতিকগ্রসত্ম মানুষ মনে করা হলেও তাঁর ধারনা ও পরিকল্পনার জন্য তিনি আধুনিক কম্পিউটারের জনক হয়ে আছেন। চার্লস ব্যবেজ ১৭৭২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গণিতের অধ্যাপক ছিলেন। ১৮৭১ সালে চার্লস ব্যবেজের মৃত্যু ঘটে।

&  What is computer (কম্পিউটার কী)?
কম্পিউটার একটি বৈদ্যুতিক যন্ত্র। যা ব্যবহারকারীর নির্দেশনা, ইনপুট ডিভাইস এর মাধ্যমে গ্রহণ করে মেমরীতে জমা রাখে। অতঃপর গাণিতিক ও যুক্তিযুক্তভাবে প্রক্রিয়াকরণ করে। প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার পর কাংক্ষিত ফলাফল আউটপুট ডিভাইস এর মাধ্যমে প্রকাশ করে; এই যন্ত্রটিই কম্পিউটার নামে পরিচিত।
অথবা: “Computer is a machine that helps us manipulate information like word and numbers”


&  What is the meaning of computer words (কম্পিউটার শব্দের অর্থ কী)?
কম্পিউটার (Computer) শব্দটির উৎপত্তি ল্যাটিন কম্পুটেয়ার (Computare) থেকে যার অর্থ গণনা করা। সে হিসাবে কম্পিউটার অর্থ গণনাকারী যন্ত্র।


&  What do you mean computer (কম্পিউটারের সংঙ্গা বা কম্পিউটার বলতে কি বুঝায়)?
“Computer is a set of elector mechanical device, which can sense electrical signal and logic. It can process this electrical signal according to the logic” অর্থাৎ‘‘কম্পিউটার হলো একগুচ্ছ বৈদ্যুতিক যন্ত্রের সমাহার, যা বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে যৌক্তিক কার্যাবলী সম্পাদন করে থাকে। এটা বৈদ্যুতিক তরঙ্গকে নিজস্ব সংকেতে রূপামত্মর করে ব্যবহারকারী কর্তৃক কমান্ডের সাহায্যে উদ্ভূত সমস্যার সমাধান করে থাকে।

v অপশোনাল সংজ্ঞা :

C = Calculate
O = Others
M = Multimedia
P = Properly
U = User
T = Technology
E = Education
R = Research
উপরোক্ত বিশ্লেষন থেকে বলা যায়, যে টেকনোলজির মাধ্যমে একজন ব্যবহারকারী শিক্ষ,গণনা, গবেষণা, বিনোদন এবং অন্যান্য কাজ সঠিকভাবে সমাধান করতে পারে তার নাম হচ্ছে কম্পিউটার।

& কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ কি কি?
বর্তমান যুগে কম্পিউটারের ব্যবহার এত ব্যাপক যে, এর ব্যবহার নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রের মধ্যে সিমাবদ্ধ নেই। দৈনন্দিন জীবন থেকে শুরম্ন করে উপাত্ত প্রক্রিয়াকরণ, ব্যবসায়-বাণিজ্য, ব্যবস্থাপনা, প্রকাশনা, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, যোগাযোগ, শিল্প, বিনোদন, সংস্কৃতি এবং সমাজের সর্ব ক্ষেত্রেই ব্যাপকভাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

& কম্পিউটার জেনারেশন কি এবং কত প্রকার?
কম্পিউটার যন্ত্রটি ক্রমঃবিবর্তন ও বিকাশ লাভের বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে র্বমান অবস্থায় এসেছে। কম্পিউটার যন্ত্রের এই বিবর্তন, পরিবর্তন, পরিবর্ধন এবং বিকাশের এক একটি ধাপ বা পর্যায়কে কম্পিউটারের প্রজন্ম বা জেনারেশন বলা হয়। কম্পিউটারের প্রজন্ম নিয়ে কিছুটা মতভেদ থাকলেও কম্পিউটারের যান্ত্রিক পরিবর্তন, পরিবর্ধন ও উন্নয়নের ভিত্তিতে কম্পিউটারের প্রজন্মকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:

(১) প্রারম্ভকি প্রজন্মরে কম্পউিটার। ১৯৩৭ হতে ১৯৫১ খ্রিঃ
উদাহরণ:- UNIVAC, EDVAC, EDSAC, ENIAC,ABC ইত্যাদি পারম্ভিক প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

(২) প্রথম প্রজন্মরে কম্পউিটার।  ১৯৫১ হতে ১৯৫৮ খ্রিঃ

উদাহরণ:- IBM 650, IBM 704, IBM 705, IBM 709, MARK I, II, III  ইত্যাদি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।

(৩) দ্বিতীয় প্রজন্মরে কম্পউিটার। ১৯৫৮ হতে ১৯৬৫ খ্রিঃ

উদাহরণ:- IBM 1400, IBM 1600, IBM 1620, ICL 1901, CDC 1604, RCA 301, RCA 305, NCR 305, NCR 300, GE 200 ইত্যাদি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।


(৪) তৃতীয় প্রজন্মরে কম্পউিটার। ১৯৬৫ হতে ১৯৭১ খ্রিঃ
উদাহরণ:- IBM 360, IBM 370, GE 600, PDP 8,  PDP 11 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।


(৫) চর্তুথ প্রজন্মরে কম্পউিটার। ১৯৭১ হতে র্বতমান পর্যন্ত।
উদাহরণ:- IBM 3033, IBM 4341, IBM PC XT/AT, IBM PS/1, APPLE MACHINTOSH ইত্যাদি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ।


() পঞ্চম ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার
নিম্নে পঞ্চম ভবষ্যিৎ প্রজন্মরে কম্পউিটাররে কছিু বশৈষ্টি দয়ো হলোঃ
  • এই প্রজন্মের কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হবে।
  • কম্পিউটারগুলো মানুষের ভাষাকে নিজস্ব ভাষায় রূপান্তর করে কার্যাবলী সম্পাদন করতে পারবে।
  • কম্পিউটারগুলো সেকেন্ডে কয়েক’শ কোটি লজিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
  • কম্পিউটার বর্তনীতে আলোকবাহী তন্ত্র বা ফাইবার অপটিকের প্রচলন হবে।
  • বিপুল শক্তিসম্পন্ন সুপার কম্পিউটারের উদ্ভব ঘটবে।
  • স্বয়ংক্রিয় অনুবাদ।
  • শ্রবণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ।
  • ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে ব্যাপক বিপ্লব সাধন ইত্যাদি।
&  কম্পিউটারের গঠণ।
ক) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (Central Processing Unit)
খ) ইনপুট (Input)
গ) আউটপুট (Output)


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.