ইউটিউব ভিউ বাড়ান

#1 Social Media Exchange Platform System in Bangladesh

শিলিন্দা গ্রামের ইতিহাস

বর্ণনঃ
গ্রামের নাম শিলিন্দা, গ্রামটি রাজশাহী জেলার পবা/রাজপাড়া থানার হড়গ্রাম ইউনিয়ন এর অন্তর্ভূক্ত। এই গ্রামে ভোটার তালিকা ২,২৯৮ জন যা প্রকাশ হয়েছে ৩১/০১/২০১৬ তারিখ। এই গ্রামে প্রায় ৩,০০০ লোকের বসবাস। আমাদের গ্রামে কয়েকটি মসজিদ আছে এর মধ্যে উন্নত এবং পুরোনো মসজিদ শিলিন্দা জামে মসজিদ।

গ্রামে সরকারী প্রতিষ্ঠান বলতে একটি প্রাইমারি স্কুল আছে যার নাম হচ্ছে শিলিন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়

এবং একটি ক্লিনিক আছে যার নাম হচ্ছে শিলিন্দা কমিউনিটি ক্লিনিক আছে।

গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ এছাড়াও অন্যান্য পেশায় কিছুসংখ্যাক মানুষ জীবিকা নির্বাহী করে। গ্রামের শিক্ষার হার অন্যান্য গ্রামের থেকে তুলনামূলক ভাবে বেশি। গ্রামে ব্যাংকের ম্যানেজার, পুলিশ, কম্পিউটার অপারেটর, আর্মির সৈনিকবিভিন্ন বিদ্যালয় এর শিক্ষক হিসেবে কর্মরত আছেন

অবস্থানঃ
শিলিন্দা গ্রামটি রাজশাহী জেলার পবা/রাজপাড়া থানার হড়গ্রাম ইউনিয়ন এর অন্তর্ভূক্ত একটি গ্রাম। ০৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিশোধের ০৮ নং ওয়ার্ড।
Blogger দ্বারা পরিচালিত.